

দিনাজপুরে নৌ প্রতিমন্ত্রী খালেক মাহমুদ চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখ পাত্র শরীফ ওসমান হাদীকে জঙ্গি ব্যাখ্যা দেয়ার অপরাধে বিক্ষুপ্ত জনতা শতাধিক মোটরসাইকেল মাথায় হেলমেট ও দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে।সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌর সভার সাবেক দুই মেয়র আসলাম উদ্দীন ও আব্দুস সবুরের বাসায় অগ্নিসংযোগ ও লুটপাটের এ ঘটনা ঘটে।১৯ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় এ অগ্নিসংযোগ ও লুটপাট হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। এবং আওয়ামী লীগের টানা পাঁচ বারের সাংগঠনিক সম্পাদক ছিলেন। অন্য দিকে সাবেক দুই মেয়র আসলাম উদ্দীন ও আবদুস সবুরের বাড়ি উপজেলার ধনতলা গ্রামে। ৫ আগস্টের পর থেকে তাঁরা পলাতক রয়েছে মর্মে জানা যায়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,শুক্রবার সন্ধ্যায় শতাধিক মোটরসাইকেলে করে স্লোগান দিতে দিতে প্রতিমন্ত্রীর বাড়ির দিকে যায় একদল লোক। তাদের মাথায় হেলমেট ছিল। হাতে ছিল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র। একপর্যায়ে তারা খালিদ মাহমুদ চৌধুরীর বাসার সামনে খড়সহ ধানের পালায় আগুন দেন। পরে সে আগুনে পুরো বাড়ি পুড়ে যায়।একই ভাবে সেতাবগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আসলাম উদ্দীন ও আবদুস সবুরের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন,অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে,তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন,তাঁদের মাথায় হেলমেট ছিল। হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল।তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।