

স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিল থানাধীন ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ-এর সহসভাপতি শাহিন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে শাহিন নামে পরিচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান তদন্তের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে। তবে কোন মামলার সঙ্গে গ্রেপ্তার সম্পর্কিত— সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।শাহিন ইসলামের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদল মানুষ বিষয়টিকে স্বাভাবিক আইনগত প্রক্রিয়া হিসেবে দেখছেন, অন্যদিকে কিছু স্থানীয় বাসিন্দা মিষ্টি বিতরণের মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের মতে, আইনগত প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিষয়টি আরও স্পষ্ট হবে।