

মেসকাত আহাম্মেদ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তিনি ছিলেন সত্য, ন্যায় ও মানবতার প্রতীক। তাঁর জীবন ও আদর্শ পুরো পৃথিবীর মানুষের জন্য অনুসরণীয় এক দৃষ্টান্ত।চ্যান্সেলর আরও বলেন, মহানবী (সা.)-এর জীবনের প্রতিটি দিকেই ছিল শিক্ষা ও দিকনির্দেশনা। তিনি শিখিয়েছেন সত্য কথা বলা, আমানত রক্ষা করা, দুর্বল ও গরিবের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং অন্যের অধিকার সম্মান করা । নবী (সা.) কখনো কারও সঙ্গে অন্যায় আচরণ করেননি; বরং শত্রুর প্রতিও করুণা ও ক্ষমা প্রদর্শন করেছেন।তাঁর আদর্শের মূল ভিত্তি ছিল তাওহিদ (এক আল্লাহর প্রতি বিশ্বাস), ন্যায়, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং মানবসেবা । তিনি মানুষকে পরস্পরের প্রতি দয়া, সহমর্মিতা ও সহযোগিতার শিক্ষা দিয়েছেন।মঙ্গলবার (১১ নভেম্বর) ভোলা সরকারি কলেজে বার্ষিক সিরাতুন নবী (স.) উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।সকাল সাড়ে ১০টায় কলেজের ছায়াবীথি মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল'র সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ বি এম মজিবুর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, পীর সাহেব-বাটামারা হযরত মাওলানা মহিববুল্লাহ, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্ল্যাহ, বাংলা বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাহবুব আলম ।আমন্ত্রণিত অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক (পিএলসি)-এর ব্যবস্থাপক মো. মোবাশ্বের, ভোলা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুম বিল্লাহ, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. জুন্নু রায়হান ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বার্ষিক সিরাতুন নবী (স.) উদযাপন কমিটির আহ্বায়ক মো. হুমায়ুন কবির, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ মাসুদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. হাসান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফিরোজ সর্দার, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুল আহসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান, ইতিহাস বিভাগের প্রভাষক মো. শাহাব্ উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এরশাদ, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. এমরান হোসেন, বাংলা বিভাগের প্রভাষক মো. মনির হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।