
প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
শেরপুর জেলায় বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেলেন যার

জে.এ. তারেক, শেরপুর জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর তিন আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণা অনুযায়ী, শেরপুর-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর -৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) মাহমুদুল হক রুবেলের নাম ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা যায়, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে লড়েছেন। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী প্রয়াত সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে ও মাহমুদুল হক রুবেল শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসন থেকে তিন বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. সিরাজুল হকের ছেলে।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.