

স্টাফ রিপোর্টার: নারী ফুটবল দলের ২৩ খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফ-কর্মকর্তাসহ ৩১ জনকে দেয়া হবে ৫০ লাখ টাকা। এছাড়া হকি দলের ১৮ খেলোয়াড়, কোচ-ম্যানেজার, ফিজিওসহ ২১ জনের প্রত্যেককে দেয়া হবে ১ লাখ টাকা করে। বুধবার সকাল ১০টায় এনএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হবে। এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে আর্থিকভাবে পুরস্কৃত করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী মেয়েরাও পাচ্ছেন আর্থিক পুরস্কার। দুটি সাফল্যই আসে গত জুলাই মাসে। মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপের বাছাইপর্বে টানা তিন জয়ে প্রথমবারের মতো মূল পর্বের টিকিট কাটেন ঋতুপর্ণা, মারিয়ারা। একই মাসে চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের নারী বিভাগে প্রথম অংশগ্রহণ করে ব্রোঞ্জ জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ নারী হকি দল। এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান জানিয়েছেন, নারী ফুটবল দলের ২৩ খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফ-কর্মকর্তাসহ ৩১ জনকে দেয়া হবে ৫০ লাখ টাকা। এছাড়া হকি দলের ১৮ খেলোয়াড়, কোচ-ম্যানেজার, ফিজিওসহ ২১ জনের প্রত্যেককে দেয়া হবে ১ লাখ টাকা করে। বুধবার সকাল ১০টায় এনএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হবে।