স্টাফ রিপোর্টার : প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর আন্দোলন পরিষদের উদ্যোগে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ শিক্ষার্থীদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিলে সচিবালয় লিংক রোডে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’ দালালদের টালবাহানা চলবে না চলবে না’ এমন স্লোগান দেন। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর আন্দোলন পরিষদের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “সরকার সাত কলেজকে নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো আইন জারি করা হয়নি। আমরা আজই অধ্যাদেশ চাই। তা নাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আর শিক্ষা নিয়ে বাণিজ্য করতে দেয়া হবে না।ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, “আমাদের সাত কলেজ নিয়ে সরকার টালবাহানা শুরু করেছে। অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ বাস্তবায়ন করতে হবে। তা নাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে।”শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, অংশীজনের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির প্রতিশ্রুতি প্রদান। চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের বিনা শর্তে আত্তীকরণের মাধ্যমে ঢাকেবির শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশে স্বীকৃতির নিশ্চয়তা প্রদান। অধ্যাদেশ জারির পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে ভিসি, রেজিস্টারসহ সকল গুরুত্ত্বপূর্ণ জনবল নিয়োগ দিয়ে ইউনিভার্সিটি কার্যক্রম শুরু করা। এছাড়া, সাধারণ শিক্ষার্থীদের ফেল করানো ও ক্যারিয়ার ধ্বংসের হুমকি, ভয়ভীতি প্রদর্শনকারীদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করা। ২০১৭ সালে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিলো। তখন থেকেই সংকট ছিলো। চলতি বছরের জানুয়ারিতে সাত কলেজকে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীর দাবি আর আন্দোলনের মুখে গত ২৬ মার্চ সরকার ঢাকার সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।