ঢাকাশনিবার , ৩০ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মুলাদীতে নৌকা ও জাল পোড়ানোর মামলায় জামায়াত কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২০ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের মুলাদীতে জেলের নৌকা ও জাল পোড়ানোর মামলায় জামায়াত কর্মী অলিল আকনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে মুলাদী থানা পুলিশ অভিযান চালিয়ে সফিপুর ইউনিয়নের চরসফিপুর এলাকা থেকে অলিল আকনকে আটক করে। অলিল আকন চরসফিপুর গ্রামের ফজলু আকনের পুত্র। তিনি ইউনিয়ন জামায়াতের একজন সক্রিয় কর্মী।
পুলিশ জানায় গত ১৬ মে রাতে উপজেলার চরসফিপুর এলাকার রশিদ তালুকদারের পুত্র বাদশা তালুকদারের মাছ ধরার কোনা জাল ও নৌকাটি কে বা কাহারা পুড়িয়ে দেয়। ওই ঘটনা বাদশা তালুকদার বাদী হয়ে ২৮ মে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রে পুলিশ তদন্ত সাপেক্ষে জাল ও নৌকা পোড়ানোর সাথে জড়িত থাকার সন্দেহে অলিল আকনকে আটক করে।
এব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান জিজ্ঞাসাবাদের জন্য অলিল আকনকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।