
প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুর নারী সমাবেশ অনুষ্ঠিত

জে.এ তারেক, শেরপুর জেলা প্রতিনিধি :
শনিবার শেরপুর জেলা সদর পৌরসভার অন্তর্গত ২ নং ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আবু সামা।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য আমিনুল ইসলাম শিপন চেয়ারম্যান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সি: সহ সভাপতি আব্দুস সালাম বিএসসি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মুখলেছুর রহমান জীবন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান (কাউন্সিলর), জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মনোয়ার হোসেন রঞ্জু, জেলা তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, সদস্য সচিব রুমান মিয়া, জেলা মহিলা দলের সহ- সভাপতি পারভীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, সাংগঠনিক সম্পাদক রসিদা ইয়াসমিন কুসুম, শহর মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম পাপড়ীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কয়েক হাজার নারী কর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.