স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে আজ শুক্রবার সিউলে প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসব করেছে ব্রাজিল। ৫০ মিনিটের মধ্যেই স্বাগতিক দলের জালে ৪ বার বল পাঠায় সেলেসাওরা। পরে অতিথিরা করেছে আরো এক গোল।প্রথম চার গোলের মধ্যে দুটি গোল করেন চেলসি তারকা এস্তেভাও। ১৮ বছর বয়সী এস্তেভাও এ নিয়ে ব্রাজিলের জার্সিতে ৩ ম্যাচ খেলে ৩ গোল করলেন। স্বভাবতই তাকে নেইমারের সহজাত উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ম্যাচের ১৩ ও ৪৭ মিনিটে গোল দুটি করেন এস্তেভাও। এছাড়া রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড রদ্রিগোও করেন জোড়া গোল। ৪১ ও ৪৯ মিনিটে দুটি গোল করেন রদ্রিগো। ৭৭ মিনিটে পঞ্চম গোলটি করেন রিয়াল মাদ্রিদের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ১৪ অক্টোবর টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে স্বাগতিক জাপানের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।এদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে লাতিন প্রতিপক্ষ ভেনেজুয়েলার বিপক্ষে। এরপর ১৫ অক্টোবর ভোরে তারা খেলবে পুয়ের্তো রিকোর বিপক্ষে।