স্টাফ রিপোর্টার: ঐ নারীর নেতৃত্বে থাকা একটি দল ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ব্যবহৃত গাড়িগুলোতে নিজেদের গাড়ি দিয়ে ধাক্কা দেয়। গুলিবিদ্ধ ঐ নারী নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান। তার বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শনিবার মার্কিন বর্ডার পেট্রোল কর্মীদের গুলিতে এক সশস্ত্র নারী আহত হয়েছেন। শহরের দক্ষিণ-পশ্চিম দিকে শত শত বিক্ষোভকারী ফেডারেল অভিবাসন এজেন্টদের মুখোমুখি হলে এ ঘটনা ঘটে বলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে। খবর রয়টার্স।
ডিএইচএসের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এ ঘটনায় আইন প্রয়োগকারী কোনো কর্মকর্তা গুরুতর আহত হননি। ঐ নারীর নেতৃত্বে থাকা একটি দল ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ব্যবহৃত গাড়িগুলোতে নিজেদের গাড়ি দিয়ে ধাক্কা দেয়। গুলিবিদ্ধ ঐ নারী নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান। তার বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন যে, শিকাগোর ব্রাইটন পার্ক এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি বাড়তি ‘বিশেষ অপারেশন বাহিনী’ পাঠাচ্ছেন। সহকারী সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলফলিন এক বিবৃতিতে বলেছেন, ঐ নারীর কাছে একটি সেমি-অটোমেটিক বন্দুক ছিল।এদিকে, ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটজকার বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রাজ্যের ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য আলটিমেটাম দিয়েছেন। প্রিটজকার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের নিজস্ব সীমানার ভেতর আমাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো গভর্নরকে সামরিক সেনা পাঠাতে বলা একেবারেই জঘন্য ও অ-আমেরিকান।
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন রয়টার্সকে এক বিবৃতিতে জানিয়েছেন, ফেডারেল কর্মকর্তা এবং সম্পদ রক্ষার জন্য ট্রাম্প ৩০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন।শিকাগো অঞ্চলের মানুষ ফেডারেল এজেন্টদের উপস্থিতি বাড়ানোর নিন্দা জানিয়ে বারবার বিক্ষোভ প্রদর্শন করেছে। এর আগে শুক্রবার শিকাগোর ব্রডভিউ শহরতলির একটি আইসিই স্থাপনার বাইরে শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তারা অভিবাসন আটক কেন্দ্রগুলোর বিরুদ্ধে স্লোগান দেয় এবং আটকপ্রত্যাশীদের বহনকারী গাড়ি আটকে দেয়ার চেষ্টা করে।বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন, ডি.সি. এবং পোর্টল্যান্ডের মতো অন্যান্য ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতেও একই ধরনের কঠোর পুলিশিংয়ের নিন্দা জানিয়েছে। এর মধ্যে পোর্টল্যান্ডে ২০০ ওরেগন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করার ট্রাম্পের নির্দেশকে শনিবার এক ফেডারেল বিচারক সাময়িকভাবে স্থগিত করেছেন।