স্টাফ রিপোর্টার : সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ই-বেইল বন্ড দাখিলের কোর্ট ফিসহ অন্যান্য চার্জ আদায়ে আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ই-বেইল বন্ড দাখিলের কোর্ট ফিসহ অন্যান্য চার্জ আদায়ে আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি সচিবালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এবং সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. খাদেম উল কায়েস ও উপসচিব ড. উম্মে সরাবন তহুরা, সোনালী ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম ও জিএম আকলিমা ইসলাম এবং সুপ্রিম কোর্টের মো. হাসিবুল হোসেন ও মীর মাশহুর আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।