নিজস্ব প্রতিবেদক : দেশের রন্ধনশিল্পীদের প্রিয় সংগঠন কুকিং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে সুপরিচিত রন্ধনশিল্পী এবং এসএমই ফাউন্ডেশনের ট্রেইনার হাসিনা আনছারকে মনোনীত করা হয়েছে। এর আগে তিনি এই সংগঠনের গণসংযোগ সম্পাদক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
হাসিনা আনছার দেশের একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং ঐতিহ্যবাহী রান্না সিরিজ রেসিপি গ্রন্থের সম্পাদক। তিনি দেশের একজন সুপরিচিত সি-ফুড প্রশিক্ষক।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে হাসিনা আনছার বলেন, ‘মেহেরুন্নেসা আপা এবং কেকা ফেরদৌসী আপা আমার কালিনারি ব্যক্তিত্ব। তাদের দেখানো পথেই হাঁটছি আমি।