মোঃ বাবুল কবীর (জগন্নাথপুর) সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে ছালিক মিয়া পীর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ২৯ আগস্ট শুক্রবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ফরিদপুর গ্রামের ছালিক মিয়া পীর ও নাছির মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের সুলফির আঘাতে ছালিক মিয়া পীর নিহত হন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।