মোঃ আবদুল করিম : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেমের বিয়ের ৬ মাসের মধ্যে লামিয়া আক্তার (১৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষামণ্ডল পাড়া গ্রামে তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত লামিয়া আক্তার একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শাহাপারা গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
স্থনীয়রা জানায়, গত ৬ মাস আগে প্রেমের সম্পর্ক থেকে পার্শ্ববর্তী কোষারানীগঞ্জ ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের বাদলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লামিয়া আক্তার। এর পর থেকে লামিয়ার পরিবার তাদের বিয়ে মেনে নিলেও বাদলের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। ফলে এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দের সূত্রপাত হয়। এই ঘটনায় স্থানীয়রা একাধিকবার মীমাংসায় বসলেও কোনো সমাধান হয়নি। এদিকে লামিয়ার মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি আত্মহত্যা নয় বলে ধারণা করছেন এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘৬ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পরে থেকে পরিবারিক কলহ ছিল। আজ দুপুরে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে।’ তিনি আরও বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ের হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্বামী বাদলকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান।’