কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের ষাটোর্ধ বৃদ্ধ মোঃ শাহ-আলম রাড়ীর নামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং তাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার রমজানপুরের জজিরা গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী পুরুষ সহ শতাধিক গ্রামবাসী অংশ নেয়।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীরা বলেন, বৃদ্ধ মোঃ শাহ-আলম রাড়ী একজন সৎ,নামাজী ও পরহেজগার ব্যক্তি। তার বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ চেষ্টা মামলা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। প্রকৃতপক্ষে মামলার বাদী একজন চরিত্রহীন মহিলা।এলাকার অনেকের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে।মামলার বাদী হিরা বেগম তার মেয়েকে দিয়ে ইতিপূর্বেও অনেককে ফাঁসিয়ে অর্থ আদায় করেছে।এটা তার একধরনের ব্যবসা।পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়াই বৃদ্ধ শাহ-আলম রাড়ীকে আটক করেছে।তাই প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীর বিচার এবং এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করে শাহ-আলম রাড়ীর নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
বৃদ্ধ শাহ আলমের ভাই এছাহাক রাড়ী, সাগর মুন্সি, জাকির রাড়ী, এসকান্দার সহ বেশ কয়েকজন বলেন,”মামলার বাদী শাহ আলমের কাছে দেড় লাখ টাকা চেয়েছিল। তিনি টাকা দিতে অস্বীকার করায় বাদী তার শিশু কন্যাকে ভিকটিম সাজিয়ে ধর্ষন মামলা দায়ের করেছে। আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।”
মামলার বিষয়ে জানতে মামলার বাদীর বাড়ীতে গেলে বাদীকেও পাওয়া যায়নি এবং ঘরের দরজা তালাবন্ধ পাওয়া যায়। এ বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার এস আই পল্লব জানান, বিষয়টি সরেজমিন তদন্ত শেষে বলা যাবে মূলত কি ঘটেছিল।
উল্লেখ্য, ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে শিশুটির মা হিরা বেগম বাদী হয়ে কালকিনি থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে শাহ-আলম রাড়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।