ঢাকাবুধবার , ২৪ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনা ঘরবন্দী মানুষকে মানসিকভাবে অস্থির করে তুলছে : ডিসি অজিয়র

দৈনিক গণবার্তা
জুন ২৪, ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল অফিস : বরিশালে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেছেন করোনা ঘরবন্দী মানুষকে মানসিকভাবে অস্থির করে তুলছে। তিনি ২৩ জুন বরিশাল নগরীতে বেসরকারী কনসাল্টিং ফার্ম ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড আয়োজিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচী’র অধীনে “লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন” স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক “ক্যাম্পেইন ফর এ্যাওয়ারনেস বিল্ডিং টু প্রোমট হেলদি লাইফস্টাইল টার্গেটিং মেন্টাল হেলথ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরোও বলেন, করোনা সংকটে মানুষ ভয়ানকভাবে মানসিক সমস্যায় ভুগবে বলে মনে করছেন মানসিক রোগ বিশেষজ্ঞরা। পারিবারিক কলহ, সামাজিক বিশৃঙ্খলার আশঙ্কাও করা হচ্ছে। অনেকেই আত্মহত্যার মত পথও বেছে নিচ্ছে বলে মন্তব্য পাওয়া গেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার শিরিন সাবিহা তন্নী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তপন কুমার সাহা।

এছাড়াও আলোচনায় অংশ নেন বরিশাল সিটি কর্পোরেশনের ১ নং প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: জুলফিকার আলী হায়দার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিঙ্কন এবং নারী নেত্রী রিনা রানী বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।