ভ্রাম্যমাণ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মিজু নুরজাহান বেগম বলেছেন, ইজিপির মাধ্যমে হাসপাতালগুলোর স্বরঞ্জম ক্রয় করার সিন্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যখাতে অনিয়মসহ সিন্ডিকেট অনেকাংশেই নির্মূল সম্ভব হব। রবিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মেডিকেলের স্বাস্থ্য সেবার অব্যবস্থাপনা নিয়ে উপদেষ্টা বলেন, হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান ফেরাতে বিশেষ নজর রয়েছে স্বাস্থ্য বিভাগের। একই সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক, নার্সসহ জনবল নিয়োগের পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবু জাফর,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল,পুলিশ সুপার মো: আবু নাইমসহ আরো অনেকে।