শাহ পরান হাওলাদার : এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে মাসিক ব্যবসায়িক পরিকল্পনা সভা-২০২৫ (২০ আগস্ট) বুধবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত এনআরবি লাইফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ শাহ্ জামাল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির শুভানুধ্যায়ী হোসনে আরা বেগম।
সভায় সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এইচ.এম. মিলন রহমান (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা, শরীফ মো. শহিদুল ইসলাম (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা, মো. রোস্তম আলী (এএমডি), রংপুর, মো. জসিম উদ্দিন (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা, মো. বেলায়েত হোসেন (মিলন) (এএমডি), খুলনা।
জুলাই ক্লোজিং-২০২৫: সেরা কর্মকর্তাদের নাম ঘোষণা সভায় জুলাই ক্লোজিং-২০২৫ মাসে সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম অর্জনকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তদের তালিকা নিম্নরূপ :
এসইভিপি ক্যাটাগরি: ১ম হয়েছে মাহমুদুল হাসান, ময়মনসিংহ, ২য় হয়েছেন মো. কাওসার আলী, সৈয়দপুর।
ইভিপি ক্যাটাগরি: ১ম হয়েছেনে মালিক মো. ফজলে কাফি, ময়মনসিংহ
এসভিপি ক্যাটাগরি: ১ম হয়েছেন কামাল মজুমদার, ময়মনসিংহ, ২য় হয়েছেন মো. হাদিউদ জামান, জয়পুরহাট ও ৩য় হয়েছেন হুমায়ন কবির, শিবচর।
ডিজিএম ক্যাটাগরি: ১ম হয়েছেন মোহাম্মদ মাহফুজুল আলম, জামালপুর, ২য় হয়েছেন মো. হেলাল উদ্দিন, জয়পুরহাট ও ৩য় হয়েছেন ফাইজা নাজ, মতিঝিল।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ জামাল হাওলাদার বলেন, “এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ইসলামী শরিয়াহ্-সম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করছে। আমাদের লক্ষ্য বীমা খাতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা।”
এছাড়াও বক্তারা আগামীর ব্যবসায়িক পরিকল্পনা, টিমওয়ার্ক, এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।