পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে ২০ আগষ্ট বুধবার পীরগঞ্জ পৌর মিলনায়তনে জামায়াত ইসলামী ওয়ার্ড সভাপতি ও সা. সম্পাদক গণের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ঠাকূরগাঁও জেলা জামায়াত ইসলামী আমীর অধ্যাপক বেলাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ও কর্মী সম্মেলনে বক্তব্য প্রদান করেণ জামায়াত ইসলামী সহকারী সা. সম্পাদক (জেনারেল) মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রংপূর-দিনাজপূর অঞ্চলের টিম সদস্য মাওলানা আ:হাকিম, ঢাকা মহানগর সহকারী সা.সম্পাদক দেলোয়ার হোসেন, পীরগঞ্জ উপজেলা জামায়াতে ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, পীরগঞ্জ উপজেলা সহকারী সা.সম্পাদক নুরুজ্জামান. সাবেক আমীর মো. বাবলূর রশীদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে প্রতিটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ভোট অংশগ্রহণ করার প্রস্ততি ও দল শক্তিশালী করার দিকনির্দেশনা প্রদান করেণ।