মহিবুল ইসলাম সৌরভ : “অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানে সারা দেশের মতো বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ তারিখ সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে ব্যানার, প্ল্যাকার্ড ও দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতামূলক শ্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ এবং বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরেজিৎ বড়ুয়া।
এছাড়াও র্যালিতে স্থানীয় জেলে সম্প্রদায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা দেশীয় মাছের উৎপাদন ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “দেশীয় মাছের প্রজাতি টিকিয়ে রাখতে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে।”
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে মাছচাষ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জেলে সমাজের জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান আয়োজকরা।
এছাড়াও র্যালিতে স্থানীয় জেলে সম্প্রদায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা দেশীয় মাছের উৎপাদন ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “দেশীয় মাছের প্রজাতি টিকিয়ে রাখতে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম আরও বলেন, অপরিকল্পিতভাবে মাছ আহরণ, জলাশয় দখল, নদী-খাল ভরাট ও পানি দূষণের কারণে দেশি মাছের অনেক প্রজাতি বিলুপ্তির মুখে পড়ছে। এসব রোধে অভয়াশ্রম গড়ে তোলা, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা এবং স্থানীয় জনগণকে সচেতন করাসহ কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে মাছচাষ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জেলে সমাজের জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান আয়োজকরা।