কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে ধর্ষন, বিস্ফোরক, মানবপাচার সহ ১০ টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সবুজ মৃধাকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।আটককৃত সবুজ মৃধা উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে। পুলিশ জানায়, সবুজ মৃধার বিরুদ্ধে কালকিনি থানায় ৩টি ধর্ষণ, ৩টি বিস্ফোরক, ২টি মানবপাচার, ১টি অন্যান্য মামলা সহ মোট ১০টি মামলা রয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা জানান, ১০টি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি সবুজ মৃধা দীর্ঘদিন যাবত পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টা ৫ মিনিটে র্যাব-৪ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বেলা ১২টায় তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।