স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ‘মন্ত্রণালয়ের কার্যক্রম শুধু গণমাধ্যমে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়াতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ‘মন্ত্রণালয়ের কার্যক্রম শুধু গণমাধ্যমে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়াতে হবে।’ তিনি জনসংযোগ কর্মকর্তাদের মাল্টিমিডিয়া ব্যবহার করে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও তৈরি ও প্রচারের উদ্যোগ গ্রহণে আহ্বান জানান।গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য সচিব বলেন, ‘তথ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা রাষ্ট্রের নীতি, কার্যক্রম, উন্নয়ন উদ্যোগ ও সাফল্য প্রচারে কার্যকর ভূমিকা পালন করছেন।’ জনসংযোগ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, ‘প্রচার কার্যক্রমকে আরো ফলপ্রসূ করতে তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন। সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত জনগণের কাছে দ্রুত পৌঁছানো জরুরি। পাশাপাশি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে হবে।’ তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।