মোঃ নয়ন শেখ : শনিবার (৯ আগস্ট) দুপুরে কুমারখালী প্রেসক্লাবের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভি প্রতিনিধি লিপু খন্দকার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহ সভাপতি মনোয়ার হোসেন, জাকের আলী শুভ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মোঃ নয়ন শেখ, কোষাধ্যক্ষ মাহমুদ আলাল, কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের আহ্বায়ক খান আতাউর রহমান সুজন, সদস্য সচিব রফিক মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর তার বক্তব্যে বলেন আমরা সাংবাদিকরা কি মানুষ নই। শুধু পুলিশ প্রশাসন দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না, যদি সাংবাদিকরা সঠিক তথ্য, দুর্নিতি,অনিয়ম তুলে না ধরে। তাই প্রশাসনের ভাইদের কে বলছি, সঠিক তদন্তের মাধ্যমে সাংবাদিক তুহিন হত্যার বিচার করতে হবে। নতুবা আমরা যারা সাংবাদিক আছি, সারা বাংলাদেশে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।