গনবার্তা রিপোর্ট : গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন এবং পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে।জানা গেছে, রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে চায়ের দোকানে বসে ছিলেন তুহিন। এ সময় চায়ের দোকানে চার-পাঁচ জন যুবক এলে তাদের সঙ্গে তুহিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। গাজীপুর বাসন থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি সাংবাদিক। তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাত ৮টার দিকে নিজের ফেসবুক থেকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা’। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এরপর রাতে মসজিদ মার্কেটের সামনের দোকানে চা পানের সময় হত্যার শিকার হন। ওসি শাহীন খান বলেন, ‘পুলিশ এখনও হত্যার কারণ ও ঘটনায় জড়িতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি। তদন্ত চলছে। কারা কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।