গনবার্তা রিপোর্ট: বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে গড় হারের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে এশিয়া। বিগত ৩০ বছরে এই অঞ্চলে বন্যা, খরা ও তাপপ্রবাহের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ডলারে। এশিয়াজুড়ে একদিকে চলছে প্রচণ্ড গরম, অন্যদিকে প্রবল বৃষ্টিতে সৃষ্টি হয়েছে মারাত্মক বন্যা। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এসব চরম আবহাওয়া আরো ঘন ঘন, তীব্র ও অপ্রত্যাশিত হয়ে উঠছে। খবর বিবিসি।বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে গড় হারের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে এশিয়া। বিগত ৩০ বছরে এই অঞ্চলে বন্যা, খরা ও তাপপ্রবাহের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ডলারে।মঙ্গলবার জাপানের গুনমা প্রিফেকচারের ইসেসাকি শহরে তাপমাত্রা পৌঁছেছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। জুন ও জুলাইতেও ছিল রেকর্ড গরম। মধ্য জুন থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত শুধুমাত্র টোকিওতেই হিটস্ট্রোকে মারা গেছেন অন্তত ৫৬ জন। গরমে রেললাইন বিকৃত হওয়ার আশঙ্কায় স্থগিত করা হয়েছে কিছু ট্রেন চলাচল।
এছাড়া দক্ষিণ কোরিয়ায় জুলাই মাসে রেকর্ড ২২টি ‘ট্রপিকাল নাইট’ (রাতেও ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা) দেখা গেছে। গরমে আক্রান্ত হয়ে জরুরি স্বাস্থ্যসেবায় কল বেড়েছে। গরম সামলাতে অফিসগুলোতে পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। হ্যানয় শহরেও আগস্ট মাসে প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।অন্যদিকে চীনে প্রবল বর্ষণে তৈরি হয়েছে মারাত্মক বন্যা পরিস্থিতি। গত মাসে বেইজিংয়ের পার্বত্য এলাকায় বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এসব এলাকায় হঠাৎ বন্যা ও ভূমিধস খুবই প্রাণঘাতী হতে পারে। গুয়াংজু শহরে শত শত ফ্লাইট বাতিল বা দেরি হয়েছে। পানিবন্দি এলাকায় মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের বিস্তারও বাড়ছে।
ভারতের উত্তরাখণ্ড রাজ্যেও মেঘভাঙা বৃষ্টিতে সৃষ্টি হওয়া হঠাৎ বন্যায় নিখোঁজ শতাধিক মানুষ। পাকিস্তানে জুন থেকে বৃষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০০ জন, যাদের মধ্যে ১০০-র বেশি শিশু। পাঞ্জাব প্রদেশে স্কুলভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত এক-চতুর্থাংশ স্কুল আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। মঙ্গলবার হংকংয়ে ৩৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, যা ১৮৮৪ সালের পর আগস্ট মাসে সর্বোচ্চ। উল্লেখ্য, হংকংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাত ২৪০০ মিলিমিটার, যার বেশিরভাগই পড়ে জুন-আগস্টে।