গনবার্তা রিপোর্ট: ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেত্রী বিদ্যা বালান। প্রতিভার পাশাপাশি তার আছে সাহসও। বলিউডে যখন জিরো ফিগারের চল, সে সময় বিদ্যা ওজন বাড়িয়ে অভিনয় করেছিলেন। শরীরী সৌন্দর্য ও ট্রেন্ডের বাইরে গিয়ে তিনি নিজের প্রতিভার পরিচয় রেখেছিলেন ও নিজের জায়গা তৈরি করেছেন। দীর্ঘদিন এভাবেই ছিলেন তিনি। তবে সম্প্রতি ওজন কমিয়েছেন। একটি ফটোশুটও করেছেন এবং তা অবাক করেছে দর্শককে। এ বিষয়ে তিনি জানান যে অপেক্ষাকৃত কম বয়সী অভিনেতাদের সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে অভিনেত্রীদের বয়স কম দেখানো জরুরি। এজন্য ওজন কমানো একটি পদ্ধতি। তাদেরকে তরুণ দেখাতে হয়। ২০০৮ সালে বিদ্যা অভিনয় করেছিলেন কিসমত কানেকশন সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন শহীদ কাপুর। বাস্তবে শহীদ তার তুলনায় দুই বছরের ছোট। এ সিনেমার সময়ও বিদ্যাকে কিছু বিষয় মাথায় রাখতে হয়েছিল। আজিজ মীর্জা পরিচালিত সিনেমাটির স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যা বলেন, ‘কেউ আমাকে বলেছিলেন যে শহীদের চেয়ে আমার বয়স বেশি। সে কারণে সিনেমায় আমাকে ওর চেয়ে কম বয়সী লাগতে হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে গিয়ে বিদ্যা বলেন, ‘এটা কানাঘুষা সব সময়ই চলে যে কোনো কোনো অভিনেতার সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে অভিনেত্রীকে কম বয়সী লাগা দরকার। আমার এখনো মনে আছে, কিসমত কানেকশন করার আগে একজন আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন শহীদের চেয়ে আমি বয়সে বড়। তাই আমাকে তরুণী দেখানোর জন্য ওজন কমানো দরকার।’
তবে বিদ্যা মনে করেন ১৭ বছরে অনেক কিছু বদলে গেছে। এখন দর্শক অনেক কিছুই নতুন করে গ্রহণ করতে শিখেছেন। তবে এর মধ্যেও কিছু বিষয় থাকে। কিছু প্রয়োজন থাকে। সেসব কারণ ও অভিনয়কে মাথায় রেখেই ওজন কমিয়েছেন বিদ্যা। কিন্তু কেমন করে এত ওজন কমালেন? বিদ্যা জানান, তিনি ব্যয়াম না করে খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে কাজটি করেছেন।বিদ্যা বালান ওজন কমানোর জন্য চেন্নাইয়ে একটি নিউট্রিশন গ্রুপের সঙ্গে আলাপ করেন। তারা বিদ্যাকে ব্যয়াম না করে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি খাদ্য গ্রহণের পরামর্শ দেন। বিদ্যা বলেন, ‘আমার জন্য যে খাবারগুলো দরকারি না, ওরা সেসব বাদ দেয়। এতেই কাজ হয়েছে। এক বছর আমি ব্যয়াম করিনি।