গনবার্তা রিপোর্ট: ‘বিহাইন্ড দ্য ফেইম’-এর এই বিশেষ পর্ব মেহজাবীনের ভক্তদের জন্য হতে যাচ্ছে এক দুর্লভ অভিজ্ঞতা—যেখানে তারকাখ্যাতির বাইরের মানুষটিকে দেখা যাবে আরও কাছ থেকে, আরও গভীরভাবে।তারকার জীবন মানেই কি সবই আলো? না-বলা কথাগুলো থাকে কোথায়? এমন সব প্রশ্নের জবাব নিয়ে আসছে নতুন পডকাস্ট শো—‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। শোটির প্রথম পর্বেই অতিথি হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, যিনি এবার খোলামেলা বলবেন জীবনের এমন কিছু অধ্যায়, যা আগে কখনও প্রকাশ্যে আনেননি।
আগামীকাল (২ আগস্ট) থেকে প্রতি শনিবার রাত ৯টায় একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। আনকাটভাবে প্রায় ১২০ মিনিটের এই বিশেষ পর্বে শোনা যাবে মেহজাবীনের ক্যারিয়ারের নানা উত্থান-পতনের গল্প, ব্যক্তিজীবনের টুকরো স্মৃতি, ভবিষ্যতের ভাবনা এবং তারকা হয়ে ওঠার পেছনের বাস্তবতা।
পডকাস্টটির উপস্থাপনায় আছেন রুম্মান রশীদ খান, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত আছেন বিনোদন জগতে। গত ২২ বছর ধরে কাজ করছেন পুরস্কার বিতরণী আয়োজনে, যার মধ্যে ১৭ বছর রেড কার্পেট উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক (ইনচার্জ, ক্রিয়েটিভ) হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘ এক যুগ ধরে তিনি জনপ্রিয় সকালের অনুষ্ঠান ‘রাঙা সকাল’ উপস্থাপনা করে আসছেন। পডকাস্টটির প্রযোজনায় রয়েছেন জেড আই ফয়সাল।
মেহজাবীন চৌধুরী ছোট পর্দায় তার অভিনয়গুণে যেমন দর্শকপ্রিয়তা পেয়েছেন, তেমনি বড় পর্দায়ও পেয়েছেন প্রশংসা। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’র জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ব্যস্ততা শেষে কিছুদিন কাটিয়েছেন অবকাশে, ঘুরেছেন বিদেশের নানা সুন্দর লোকেশনে। এখন তিনি ফিরেছেন নতুন কাজের পরিকল্পনায়।‘বিহাইন্ড দ্য ফেইম’-এর এই বিশেষ পর্ব মেহজাবীনের ভক্তদের জন্য হতে যাচ্ছে এক দুর্লভ অভিজ্ঞতা—যেখানে তারকাখ্যাতির বাইরের মানুষটিকে দেখা যাবে আরও কাছ থেকে, আরও গভীরভাবে।