মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ উপজেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে ৫ আগস্ট মঙ্গলবার দুই পক্ষের পৃথক পৃথক ভাবে আলোচনা সভা ও বিজয় র্যালি বের করা হয়।
সকালে আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিজয় র্যালি বের করা হয়।
অপরদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য রাজীব আহসানের পক্ষ থেকে জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে পাতারহাট মুসলিম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিকেল ৪ টায় বিজয় র্যালি বের করা হয়।
এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার নেতৃত্বেও তাদের মাদ্রাসার সামনে থেকে সকাল ১১ টা গণমিছিল বের করা হয়। মিছিলগুলো পৃথক পৃথকভাবে যথাসময়ে মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যার যার স্ব-স্ব স্থানে গিয়ে শেষ করা হয়।