ঢাকাশনিবার , ৩০ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬৪

নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২০ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে। নতুন করে আরও ১৭৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৬০৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। সর্বমোট সেরে উঠেছেন ৬ হাজার ৪৮৬ জন।
৩০ মে শনিবার মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের সরকারি- বেসরকারি মিলিয়ে ৫০টি পিসিআর ল্যাব থেকে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এই পরীক্ষায় নতুন করে ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি আরও জানান মৃত ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩ জন নারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।