স্টাফ রিপোর্টার : সমাবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান, ঢাবির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের যুগ্ম সম্পাদক আবুল কালাম সরকার ও আব্দুস সালাম বক্তৃতা দেন। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার অপরাজেয় বাংলার সামনে থেকে র্যালিটি শুরু হয়, যা টিএসসি সড়ক ঘুরে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়।এর আগে অপরাজেয় বাংলার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সাদা দল। এ সময় দেয়া বক্তব্যে ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ৫ আগস্ট তথা ৩৬ জুলাই ঐতিহাসিক দিন। কিন্তু শুধু জুলাইকে মনে রেখে বিগত ১৭ বছরকে ভুলে গেলে চলবে না। বিগত দিনের খুন, গুম, নিপীড়ন- এসবকেও মনে রাখতে হবে। সমাবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান, ঢাবির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের যুগ্ম সম্পাদক আবুল কালাম সরকার ও আব্দুস সালাম বক্তৃতা দেন। এছাড়া এতে অংশ নেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ স.ম আলী রেজাসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, অনুষদের ডিন।