গণবার্তা রিপোর্টার : বিশ্ববাজারে কাঁচামালের ঘাটতি সত্ত্বেও ২০২৫ সালে রেকর্ড পরিশোধিত তামা উৎপাদন করতে পারে চীন। পাঁচজন বিশ্লেষক সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছেন। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স। চীন বর্তমানে বৈশ্বিক পরিশোধিত তামার অর্ধেকের বেশি জোগান দেয়। গত বছর দেশটি ১ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টন তামা উৎপাদন করেছিল, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এবার চীনের উৎপাদন ৭ দশমিক ৫ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিদ্যুৎ, নির্মাণ ও উৎপাদন খাতে তামা গুরুত্বপূর্ণ উপাদান। চীনের উৎপাদন বাড়ার কারণে বাজারে কাঁচামালের ঘাটতি তৈরি হতে পারে।
২০২৩ সালের শেষ দিক থেকে তামার কনসেনট্রেট সরবরাহ কমতে শুরু করে। তবে চীনের পরিশোধনকারী কোম্পানিগুলো মজুদ কাঁচামাল ও সরকার পরিচালিত পুরনো পণ্য বিনিময় কর্মসূচির আওতায় সংগৃহীত স্ক্র্যাপ ব্যবহার করে উৎপাদন অব্যাহত রেখেছে। ম্যাককয়ার গ্রুপের কমোডিটি অ্যানালিস্ট অ্যালিস ফক্স বলেন, ‘সংকটের মধ্যেও চীনের উৎপাদন এখন পর্যন্ত বেশ শক্তিশালী।’ চীনের পরিশোধিত তামা উৎপাদন ২০২৫ সালের প্রথমার্ধে ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। একই সময়ে দেশটির তামার কনসেনট্রেট আমদানি বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ, যা বৈশ্বিক উৎপাদন বৃদ্ধির তুলনায় অনেক বেশি। তবে উৎপাদন বাড়ায় চীনের পরিশোধিত তামা আমদানি ২০২৪ সালে ৮ দশমিক ৬ শতাংশ কমেছে। এমনকি ২০২৫ সালে আরো ৮ শতাংশ কমে আসার পূর্বাভাস রয়েছে।