গণবার্তা রিপোর্টার: করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক দেশের ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২১টি জেলার সুবিধাবঞ্চিত মানুষকে ৩০ হাজার কম্বল উপহার দিয়েছে। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান ঢাকার কামরাঙ্গীরচরে কম্বল উপহার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।