গণবার্তা রিপোর্টার : আমি সবসময় বলি—মাসুদরা ভালো হয় না, ময়নাদেরও ভালো বলা যায় না। আমাদের চারপাশে এমন লোভী ময়না, ভালোবাসায় বিশ্বাসী কিন্তু বোকা মাসুদ—সবই আছে। মাসুদের মতো কেউ বিশ্বাস করে ঠকে, আবার বদলার আগুনে জ্বলে ওঠে।’ সিনেমা ‘সুড়ঙ্গ’-এর সফলতার পর থেকেই এর সিক্যুয়াল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। দর্শকপ্রিয়তা পাওয়া কেন্দ্রীয় চরিত্র মাসুদ ও ময়নার গল্প এগিয়ে নিতে নতুন পর্ব নির্মাণের আগ্রহও জানান সিনেমাটির প্রযোজক রেদওয়ান রনি। তবে এবার সেই প্রশ্নে মুখ খুললেন ছবির অন্যতম অভিনেত্রী তমা মির্জা।
তমা জানালেন, ‘সুড়ঙ্গ ২’ নিয়ে একটি আভাস পেয়েছেন ঠিকই, কিন্তু এখনো প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার সঙ্গে তাঁর সরাসরি কোনো আলোচনা হয়নি। তাঁর ভাষায়, ‘অবশ্যই আসবে, হয়তো খুব তাড়াতাড়ি। তবে আমার যুক্ততা নিয়ে এখনো কারো সঙ্গে বিস্তারিতভাবে কথা হয়নি। যদি কাজটি করি, সবাই জানতে পারবে।’ সুড়ঙ্গ’-এ তমা মির্জা অভিনীত ময়না চরিত্র এবং আফরান নিশো অভিনীত মাসুদ চরিত্রটি দর্শকমনে দাগ কেটেছে। এই দুই চরিত্রকে ঘিরেই সমাজের বাস্তবচিত্র ফুটে উঠেছে বলে মনে করেন তমা। তিনি বলেন,‘আমি সবসময় বলি—মাসুদরা ভালো হয় না, ময়নাদেরও ভালো বলা যায় না। আমাদের চারপাশে এমন লোভী ময়না, ভালোবাসায় বিশ্বাসী কিন্তু বোকা মাসুদ—সবই আছে। মাসুদের মতো কেউ বিশ্বাস করে ঠকে, আবার বদলার আগুনে জ্বলে ওঠে। তমা মির্জাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘দাগি’ সিনেমায়, যা গেল ঈদুল ফিতরে মুক্তি পায়। দেশ ও দেশের বাইরে ছবিটি ব্যবসাসফল হয়। তবে এরপর নতুন কোনো কাজের ঘোষণা দেননি এই অভিনেত্রী