

গণবার্তা রিপোর্টার : রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা টেলিগ্রামে জানায়, ছাইয়ের মেঘ পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। এর পথে কোনো জনবসতি নেই, এবং জনবসতিপূর্ণ এলাকায় ছাই পড়ার ঘটনা রেকর্ড করা হয়নি।রাশিয়ার পূর্ব প্রান্তে কামচাটকা উপদ্বীপে কয়েকশ বছর পর প্রথমবারের মতো বিস্ফোরিত হয়েছে একটি আগ্নেয়গিরি। সম্প্রতি ৮ দশমিক ৮ মাত্রার এক বিশাল ভূমিকম্পের কয়েক দিন পরই, রোববার রাতে ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে এ উদ্গিরণের ঘটনা ঘটে। খবর এপি।ক্রোনোৎস্কি সংরক্ষিত এলাকায় অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে ছাই ছিটকে প্রায় ৬ কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) উচ্চতায় উঠে যায় বলে জানিয়েছে সংরক্ষণকেন্দ্রের কর্মীরা। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগ্নেয়গিরির ওপর ঘন ছাইয়ের মেঘ আকাশে ছড়িয়ে পড়ছে। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা টেলিগ্রামে জানায়, ছাইয়ের মেঘ পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। এর পথে কোনো জনবসতি নেই, এবং জনবসতিপূর্ণ এলাকায় ছাই পড়ার ঘটনা রেকর্ড করা হয়নি।এই উদ্গিরণের সময় ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পও অনুভূত হয়। ফলে কামচাটকার তিনটি অঞ্চলে জারি করা হয় সুনামি সতর্কতা। পরে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় সে সতর্কতা প্রত্যাহার করে নেয়।
কামচাটকা আগ্নেয়গিরি উদ্গিরণ প্রতিক্রিয়া দলের প্রধান ওলগা গিরিনা রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভস্তিকে জানান, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির এটি ৬০০ বছরের মধ্যে প্রথম ঐতিহাসিকভাবে নিশ্চিত হওয়া উদ্গিরণ।তবে যুক্তরাষ্ট্রভিত্তিক স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলক্যানিজম প্রোগ্রাম অনুযায়ী, আগ্নেয়গিরিটি সর্বশেষ ১৫৫০ সালে, অর্থাৎ ৪৭৫ বছর আগে বিস্ফোরিত হয়েছিল। এই তথ্য বিভ্রান্তির কারণ এখনো স্পষ্ট নয়।রোববার রাতে কামচাটকা আগ্নেয়গিরি প্রতিক্রিয়া দল জানায়, আগ্নেয়গিরির কার্যকলাপ ধীরে ধীরে কমছে। তবে মধ্যম মাত্রার বিস্ফোরণ ঘটার সম্ভাবনা এখনো রয়েছে। উল্লেখ্য, গত বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার এক প্রবল ভূমিকম্প আঘাত হানে। এতে জাপান ও আলাস্কায় ছোট ছোট সুনামি ঢেউ সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় হাওয়াই, উত্তর ও মধ্য আমেরিকা এবং দক্ষিণের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতেও জারি করা হয়েছিল সুনামি সতর্কতা।