স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন। ধারাবাহিকভাবে বাণিজ্য ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মুখে পড়েছে জানিয়ে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ট্রাম্প। নতুন আদেশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো অসম, সেসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত (মূল্যভিত্তিক) শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পণ্যগুলোর ওপর শুল্ক হারের একটি নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হবে। হোয়াইট হাউজ জানিয়েছে, এ নতুন শুল্ক মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কার্যকর হবে। তবে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে শুল্ক কার্যকরের সময়সীমায় পরিবর্তন করা হয়েছে। খবর বিবিসি।
গণমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট আগেই ঘোষণা দিয়েছিলেন, আগামী ১ আগস্টের মধ্যে যদি বাণিজ্যিক চুক্তি না হয়, তাহলে নতুন শুল্কহার কার্যকর হবে।৭০টিরও বেশি দেশের ওপর আরোপিত পাল্টা শুল্কহার এখন সাত দিনের মধ্যে কার্যকর হবে। এখানে আবার বিশেষ কিছু নিয়ম রাখা হয়েছে। তা হলো– আগামী সাতই আগস্টের মধ্যে যেসব পণ্য জাহাজে তোলা হবে অথবা এরই মধ্যে পরিবহন প্রক্রিয়ায় রয়েছে, সেগুলো আগামী ৫ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছালে নতুন শুল্ক তাদের ওপর প্রযোজ্য হবে না। তবে কানাডার জন্য নির্ধারিত ৩৫ শতাংশ শুল্কহার কার্যকর হবে ১ আগস্টের মধ্যরাতেই—মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই।