গণবার্তা রিপোর্টার : ববিতা বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সিনেমা ‘অশনি সংকেত’-এ অভিনয় করেছেন। শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে ‘সংসার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার রুপালি পর্দায় যাত্রা শুরু। এরপর নায়িকা হিসেবে এহতেশাম পরিচালিত ‘পীচ ঢালা পথ’ সিনেমায় রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন।
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা আজ পা রাখলেন ৭২ বছরে। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় জন্ম নেয়া এই অভিনেত্রীর আসল নাম ফরিদা আক্তার পপি। বর্তমানে তিনি ছেলের সঙ্গে কানাডায় রয়েছেন। এবারের জন্মদিনে নেই কোনো জাঁকজমক আয়োজন।গতকাল কানাডা থেকে মুঠোফোনে ববিতা বলেন, ‘এবার জন্মদিনে কোনো বিশেষ আয়োজন করছি না। অনিক (ছেলে) অফিস থেকে বাসায় ফিরলে দুজনে হয়তো ভালো কোনো রেস্টুরেন্টে যাব। এখানে তো আত্মীয়স্বজন তেমন নেই, তাই সাদামাটাভাবেই জন্মদিনটা কাটবে।’
ববিতা বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সিনেমা ‘অশনি সংকেত’-এ অভিনয় করেছেন। শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে ‘সংসার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার রুপালি পর্দায় যাত্রা শুরু। এরপর নায়িকা হিসেবে এহতেশাম পরিচালিত ‘পীচ ঢালা পথ’ সিনেমায় রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন।
১৯৭৫ সালে ‘বাদী থেকে বেগম’ সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর ‘নয়নমণি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘হাসন রাজা’, ‘কে আপন কে পর’সহ অনেক ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য একাধিকবার জাতীয় পুরস্কারে ভূষিত হন।২০১৬ সালে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’। সর্বশেষ নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা গেছে তাকে— প্রায় এক দশক আগে।