গণবার্তা রিপোর্টার : রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপানেও দেওয়া হয়েছে সমুদ্র তরঙ্গ সংক্রান্ত পরামর্শ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভূমিকম্পটি আজ বুধবার ভোর রাতে কামচাটস্কি অঞ্চলের পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এসব তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, তা ‘দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী’ বলে মন্তব্য করেছেন কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আজকের ভূমিকম্প ভয়াবহ। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটস্কির কিছু অংশে ৩-৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হেনেছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সুনামির ঢেউ রাশিয়ার বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ প্লাবিত করেছে। এই শহরে প্রায় ২০০০ লোক বাস করে।
জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো শহরে ৩০ সেমি (১২ ইঞ্চি) উচ্চতার প্রথম ঢেউ আঘাত হেনেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, পরবর্তী ঢেউ আরো বড় হতে পারে।
ভূমিকম্পের পর পরই মার্কিন কর্তৃপক্ষ আলাস্কা এবং হাওয়াইয়ের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি আশঙ্কা প্রকাশ করেছে, ভূমিকম্পের কারণে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।
সর্বশেষ খবরে জানা গেছে, ফিলিপাইনেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে বলেছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১ টা ২০ থেকে ২ টা ৪০ এর মধ্যে প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে