গণবার্তা রিপোর্টার : আইএফআইসি ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৫’ গতকাল রাজধানীর আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৫’ গতকাল রাজধানীর আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন জানান, ব্যাংকের আমানতের পরিমাণ ৫১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এমডি সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের সব ডিএমডি, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ও দেশের ১৮৯টি শাখার ব্যবস্থাপক। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ব্যাংকের সিএফও দিলীপ কুমার মণ্ডল ২০২৫ সালের জানুয়ারি-জুলাইয়ের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন।