মো.আরফান আলী: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে আতিকূর রহমান ও মেহেদী হাসান নামে দুই খুচরা মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে ও সনাতন চন্দ্র নামে এক মাদক সেবনকারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেণ। আতিকুর শহরের মিত্রবাটি গ্রামের আলমেরছেলে, মেহেদী রঘুনাথপুর গ্রামের দবিরুল ইসলামের এবং সনাতন সিন্দুর্না গ্রামের মৃত নারায়নের ছেলে বলে পুলিশ জানিয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আতিকুর ও মেহেদি শহরের টিএনডটি এলাকায় মাদকদ্রব্য বিক্রি করার সময় পুলিশের হাতে ধরে পড়ে। বুধবার দুপুূরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জেল ও জরিমানা করা হয়। এদিকে মঙ্গলবার রাতে সনাতনকে মাদক সেবনের দায়ে জেল- জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান।