মোঃ নয়ন শেখ : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামে এক অসহায় দিনমজুর পরিবারে জন্ম নিয়েছে একটি অস্বাভাবিক আকৃতির শিশু। জন্মের পর থেকেই শিশুটির মাথার পেছনে অস্বাভাবিকভাবে একটি মাংসপিণ্ড ঝুলে থাকতে দেখা যায়। এ অবস্থায় শিশুটির পরিবার পড়েছে চরম দুশ্চিন্তায়।
শিশুটির পিতা মোঃ রশীদুল ইসলাম পেশায় একজন দিনমজুর। তিনি পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিন সন্তানসহ পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন। এমন অবস্থায় শিশুটির চিকিৎসা করানো এই পরিবারের পক্ষে একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শিশুটির মা মোছাঃ রোকসানা খাতুন বলেন, "আমার সন্তানকে স্বাভাবিকভাবে বাঁচাতে চাই। কিন্তু চিকিৎসার খরচ বহন করার মতো সামর্থ্য আমাদের নেই। চিকিৎসকেরা বলছেন, শিশুটির মাথার পেছনের এই অস্বাভাবিক অংশটি হতে পারে জন্মগত কোনো জটিল টিউমার বা নিউরলজিক্যাল সমস্যা, যার যথাযথ পরীক্ষা ও উন্নত চিকিৎসা একান্ত প্রয়োজন।এই অসহায় পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানো একান্ত অসম্ভব। তাই সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের সহযোগিতা একান্ত কাম্য।