গণবার্তা রিপোর্ট : ১৪১৪ টি শাখা ও উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি আয়োজন করেছে ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস মিট-২০২৫’। সোমবার (২১ জুলাই ২০২৫) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংক এর প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’ এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় এই বিজনেস মিট।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ। হাইব্রিড মডেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে শাখা-উপশাখা থেকে ব্যাংকের প্রায় ২৫০০ এর অধিক অফিসার সরাসরি অনলাইনে অংশগ্রহণ করেন।
এ সময় মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকের শক্তি সম্মানিত গ্রাহকদের আস্থা আর নিবেদিত সকল অফিসারদের অক্লান্ত পরিশ্রম। গতবছর আগষ্ট পরবর্তী সময়ে ব্যাংকিং ইন্ড্রাস্ট্রির ওপর সম্মানিত গ্রাহকেরা যখন আস্থা সংকটে ভুগছিল, তখনও আমাদের ব্যাংকের উপশাখাগুলো আশানরুপ আমানত সংগ্রহ করতে সমর্থ হয়েছে। ভবিষ্যতে মাঠ পর্যায়ে গ্রাহকদের কাছে সকল ব্যাংকিং সেবার জন্য আইএফআইসি একক নির্ভরতার জায়গা হয়ে উঠবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
একই ধারাবাহিকতায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, আইএফআইসি ব্যাংকের একটি শক্তিশালী ভিত্তি হচ্ছে দেশব্যাপী ছড়িয়ে থাকা তারুণ্যদৃপ্ত সকল অফিসারেরা। তাদের ক্যারিয়ার এর টেকসই উন্নয়নে ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন সময় উপযোগী উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় এ সভার।