
প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত আহতদের জন্য রক্তের প্রয়োজন, নেগেটিভ রক্তের তীব্র অভাব

গণবার্তা রিপোর্টার : একজন চিকিৎসক বলেন, প্রচুর রক্ত দরকার। যারা রক্ত দিতে সক্ষম তারা মনসুর আলী মেডিকেলসহ উত্তরার বিভিন্ন হাসপাতাল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, সিএমএইচে চলে যান। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের অধিকাংশই শিক্ষার্থী। আহতদের জন্য রক্তের প্রয়োজন। পজেটিভ গ্রুপের রক্ত পর্যাপ্ত আছে। তবে নেগেটিভ রক্তের তীব্র প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রক্তের জন্য মাইকিং করা হচ্ছে উত্তরায়। একজন চিকিৎসক বলেন, প্রচুর রক্ত দরকার। যারা রক্ত দিতে সক্ষম তারা মনসুর আলী মেডিকেলসহ উত্তরার বিভিন্ন হাসপাতাল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, সিএমএইচে চলে যান। এদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে পুরো রাস্তায় এখন শত শত মানুষ। এ্যাম্বুলেন্স ও বাসে করে তারা ব্লাড দিতে যাচ্ছেন।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.