
প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
পিরোজপুরে জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক

মোঃ মহিববুল্লাহ হাওলাদার : শনিবার ২০জুলাই, ’২৪এর জুলাই যুদ্ধে অংশ নিয়ে ঢাকার রাজ পথে পুলিশের গুলিতে নিহত পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধাওয়া গ্রামের বাসিন্দা মো. ছোবাহান হাওলাদারের ছোট ছেলে শহীদ এমদাদুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী। এদিকে শহীদ এমদাদুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে তার কবর জিয়ারত করেন, পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খাঁন। ফাতেহা পাঠ ও শহীদের রুহের মাগ ফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা প্রশাসক নিজেই। এসময় ভাণ্ডারিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, শহীদ এমদাদুল হকের বাবা মো. ছোবাহান হাওলাদার, মা ফাতিমা বেগম, পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা চিন্ময় মধু, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন স্তরের মাণুষ দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশ নেন।
এর পূর্বে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে, পিরোজপুর ও সামাজিক বন বিভাগ বাগেরহাট এর বাস্তবায়নে ‘এক শহিদ,এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় কবরের পাশে একটি বকুল গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।
Copyright © 2025 দৈনিক গণবার্তা. All rights reserved.