মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সম্প্রতি রাজধানীর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান। সমঝোতা স্মারকে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান।
চুক্তি অনুযায়ী, মার্কেন্টাইল ব্যাংক জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চালু হওয়া বিভিন্ন স্কিমের কিস্তি বা ইনস্টলমেন্ট সংগ্রহ করবে। এই কার্যক্রম ব্যাংকের অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং মাইক্যাশ, ডিজিটাল অ্যাপ, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে পরিচালিত হবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৭টি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।