স্টাফ রিপোর্টার : মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যে সেনাঘাঁটিতে বিদ্রোহীদের হামলার পর পাঁচ শতাধিক মিয়ানমারের নাগরিক ও সেনাসদস্য থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন।মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যে সেনাঘাঁটিতে বিদ্রোহীদের হামলার পর পাঁচ শতাধিক মিয়ানমারের নাগরিক ও সেনাসদস্য থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন।স্থানীয় সময় শনিবার বেলা ৩টার দিকে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) কারেন রাজ্যের একটি সেনাঘাঁটিতে হামলা চালায়। এর পর পরই ১০০ সেনা সদস্যসহ ৫৬৭ জন সীমান্ত পেরিয়ে থাই ভূখণ্ডে প্রবেশ করে। থাই সামরিক বাহিনী ও পুলিশ তাদের নিরস্ত্র করে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দিয়েছে বলে জানিয়েছে।কেএনএলএর রাজনৈতিক শাখার নেতা সো থামাইন তুন জানিয়েছেন, কিছু সেনাসদস্য তাদের বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে, বাকিরা থাইল্যান্ডে পালিয়ে গেছে। মিয়ানমারে ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থীদের সঙ্গে জান্তা বাহিনীর লড়াই চলছে। জাতিসংঘের হিসাবে, বর্তমানে থাইল্যান্ডে ৮১ হাজারের বেশি মিয়ানমার নাগরিক শরণার্থী হিসেবে অবস্থান করছেন।