মোঃ মহিব্বুলাহ হাওলাদার : দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা বি এনপি'র কাউন্সিল ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি'র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল,জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু ,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জুয়েল মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হোসেন শাহিন প্রমুখ।
কাউন্সিলে মির্জা জহিরুল হক প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপি'র সদস্য অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম,শেখ হাসানুল কবির লীন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।কাউন্সিলে উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এছাড়াও মো. দেলোয়ার হোসেন বিপ্লব কে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ (মলাদ জমাদ্দার) ও মোঃ রুহুল আমিন মুন্সীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, গত ৯ জুলাই উপজেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ১১ জুলাই উপজেলা বিএনপি'র কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করেন দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনগন। কাউন্সিলে ভাণ্ডারিয়া উপজেলা ৬টি ইউনিয়নের ৪ শতাধিক কাউন্সিলর উপস্থিত হয়ে কন্ঠ ভোটে নব নির্বাচিত কমিটির সদস্যদের সমর্থন জানান। উল্লেখ্য আহম্মদ সোহেল মনজুর সুমন এর আগে ২০০৪ এবং ২০০৯ সালে কাউন্সিলের মাধ্যমে আরও দুইবার ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এ ব্যাপারে নবগঠিত কমির সভাপতি আহম্মেদ সোহেল মনজুর সুমন বলেন, দীর্ঘ ১৬ বছর পর তৃণমূলের নেতা কর্মীদের সম্মেলনের মাধ্যমে গণততান্ত্রিক প্রক্রিয়ায় ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন হওয়ায় নেতা কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে ও জাতির কল্যাণে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো ইনশা আল্লাহ।