ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উত্তরের  জেলা পঞ্চগড়ে পানের সোনালী ভবিষ্যৎ

Link Copied!

পঞ্চগড় জেলার অন্তরগত হাড়িভাষা ইউনিয়নে বাম্পার পানের চাষ হচ্ছে। হাড়িভাষা ইউনিয়নের নালাগঞ্জ,জিন্নাত পাড়া,হাড়িভাষা,সাহেবগঞ্জ সহ অনেক গ্রামের মানুষ পান চাষ করে লাভবান হচ্ছেন। এসব পানের মধ‍্যে গয়াসুর,লালডিঙ্গি,জলডুব জাতের পান অন‍্যতম।তবে গয়াসুর জাতের পান খুবই কম। গ্রামের প‍্রায় ৭৫ ভাগ মানুষ পান চাষের সাথে জড়িয়ে পরেছে। এখানে কেউ পান বরজের মালিক আবার কেউ বরজের কর্মচারী।পান বরজে কাজ করে একজন শ্রমিক দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা আয় করে সংসার চালান। বরজের মালিকরা পান চাষ করে বছরে ৮ থেকে ১০ লাখ টাকা আয় করছে। যা অন‍্যান‍্য ফসলের তুলনায়  ঢের বেশি। পান বরজের মালিরা জানান যে, জেলা কৃষি অফিসের সহায়তা পেলে পানের চাষ করে  অধিক  লাভবান হওয়া সম্ভব এবং এলাকার বেকারত্ব দুর করা  সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।