আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি প্রার্থী মিসেস আফরুজা বারী।
সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ এ মতবিনিময় সভার আয়োজন করেন। এতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের ১২’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি গনেশ শীলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিসেস বারীর ছোট বোন ও সাবেক সচিব তৌহিদা বুলবুল, সাংবাদিক শাহজাহান মিঞা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উদয় নারায়ণ সাহা, সাবেক ছাত্রলীগ নেতা মোক্তাদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাইদুল ইসলাম প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।