স্টাফ রিপোর্টার : সংগীতে আলাদা আলাদা পথচলার পর এবার একসঙ্গে গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। ‘কেন’ শিরোনামের এই গানটি রোদেলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ১০ জুলাই। গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এর সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। স্যাড-রোমান্টিক ধাঁচের এই গানটির ভিডিওতেও দেখা যাবে মা ও মেয়েকে একসঙ্গে। গানটির ভিডিও নির্মাণও করেছেন রোদেলা নিজেই। এর আগেও একসঙ্গে কাজ করেছেন ন্যান্সি ও তার মেয়ে। তা ছিল গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ন্যান্সির ‘তোমারই আছি’ গানে মডেল হিসেবে রোদেলার উপস্থিতি। ন্যান্সির গাওয়া ‘প্রেমে পড়া’ গানের ভিডিও পরিচালনাও করেছিলেন রোদেলা। দুজনে একসঙ্গে গান করলেন এবারই প্রথম। তাই এটি স্পেশাল তাদের দুজনের জন্যই। মেয়ের সঙ্গে প্রথমবার গান গাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ন্যান্সি বলেন, ‘আমার কন্যার সঙ্গে গাওয়া এটা নিঃসন্দেহে আমার জন্য গর্বের, আনন্দের। গানটি শুরুতে একা গাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরে মনে হলো, রোদেলার কণ্ঠ থাকলে গানটা আরও বিশেষ হয়ে উঠবে। গাওয়ানোর পর বুঝলাম, সিদ্ধান্তটা সঠিক ছিল। রোদেলা বলেন, ‘মায়ের সঙ্গে গাওয়া মানেই এক ধরনের সাহসের কাজ। মা শুধু আমার মা নন, সবার প্রিয় একজন শিল্পী। তার গায়কিতে একটা নিজস্বতা আছে। তবে মায়ের সাহস ও অনুপ্রেরণাতেই গানটি গাইতে পেরেছি। মা-মেয়ের এই নতুন জুটির গান নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ জন্মেছে। দেখা যাক এই গান কতটুকু সাড়া পায়।