কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক রিটন মিয়া হত্যা মামলায় নিহতের চার ভাই, এক বোনসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্না সকল আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।নিহত রিটন মিয়া (৪৫) পাকুন্দিয়া উপজেলায় খালিশাখালী গ্রামের মৃত মতিউর রহমানের ছেল।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নিহত রিটন মিয়ার ছোট তিন ভাই নজরুল, খোকন, সাত্তার। বড় ভাই বকুল, ছোট বোন চম্পা আক্তার ও ছোট ভাই নজরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন এবং প্রতিবেশী মো. সৈয়দ।মামলাটির সরকার পক্ষের আইনজীবী দিলীপ কুমার ঘোষ (এপিপি) এসব তথ্য নিশ্চিত করেছেন।মামলার বিবরণে জানা যায়, বাড়ির সীমানা সংক্রান্ত পারিবারিক পূর্ব বিরোধের জেরে ২০১৬ সনের ২৩ নভেম্বর বেলা ১১ টার দিকে রিটন মিয়াকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় আসামিরা। পরে, এলাকাবাসী রিটন মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনারদিন রাতেই নিহত রিটন মিয়ার স্ত্রী মোছাঃ ছালমা আক্তার বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে, ২০১৭ সনের ১৯ অক্টোবর পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক সারোয়ার জাহান ৭ জনকেই আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।